Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শণীয় স্থান

কুতুকছড়ি ইউনিয়নে ১নং ওয়ার্ডের অর্ন্তগত নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র(সাবেক র্ধম্মাংকুর বৌদ্ধ বিহার) ১৯৬২ ইং সালে স্থাপিত হয়। ১৯৯৭ ইং সালে ১নং ওয়ার্ড এবং ৩নং ওয়ার্ড সিমানায় প্রায় আনুমানিক ১০০.০০একর জাগয়া জমির উপর বর্তমানে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র স্থানান্তর করা হয়। নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ শ্রীমৎ: জ্যোতিসার মহাস্থবিরের নেতৃত্বে প্রায় ৫০.০০একর জমি বন বাগান সৃজন করা হয়। প্রায় ৫০.০০ একর বাগানের সৃজনের ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ২০১৫ সালে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ শ্রীমৎ:জ্যোতিসার মহাস্থবির মহোদয়কে বঙ্গবন্ধু কৃষি ব্রোঞ্চ পদক প্রদান করেন। বর্তমানে কুতুকছড়ি ইউনিয়নে ইহা একটি দৃষ্টি নন্দন দর্শনীয় স্থান