Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

লাল মোহন কার্বারী

তিনি রাংগামাটি সদর উপজেলাধীন  চেংগী নদীর তীরবর্তী বড় মহাপূরম খালের পার্শ্ববর্তী পুটিখালী গ্রামে এক মধ্যভিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।  ১৯৬০ সালে কাপ্তাই বাধের ফলে ক্ষতিগ্রস্থ  হওয়ায় কুতুকছড়ি নামক স্থানে স্থানান্তরিত হন। পারিবারিক আর্থিক টান পরার মধ্যে দিয়ে তিনি বেশ লেখাপড়া করতে পারেন না। তারপও তিনি ছিলেন সচেতন ব্যক্তি। তার আন্তরিক প্রচেষ্ঠায় কুতুকছড়ি বাজার  ও বড়মহাপূরম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি আজীবন বড়মহাপূরম উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা হিসাব দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু তার অজানা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রীসহ ০৩(তিন)  পুত্র ও ৪(চার) কন্যা রেখেগেছেন।