শৈশব থেকেই কিশোর কিশোরীদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে ইভটিজিং এর মত ঘৃণ্য কাজ থেকে বাংলাদেশ মুক্ত হবে। ইভটিজিংয়ের জন্য আর কোনো নিষ্পাপ শিশুকে জীবন দিতে হবে না। কিশোর কিশোরীদের মাঝে পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক স্থাপন করে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে কিশোর কিশোরী ক্লাব স্থাপন করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তর দেশের সাতটি বিভাগের সাতটি জেলার ৪৪ উপজেলায় মোট ৩৭৯টি কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে কিশোর কিশোরীদের মধ্যে পার¯পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কাজ করছে। এসব ক্লাবে বাল্যবিবাহ, যৌন হয়রানি বন্ধ, যৌতুক ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে কিশোর কিশোরীদের সচেতন করা হয়। তারই ধারাবাহিকতায় বনশ্রী ফাউন্ডেশন উন্নয়ন সংস্থার তত্বাবধানে কুতুকছড়ি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব গঠন করা হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৫জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস